মাগুর মাছের সুস্বাদু ঝোল – ব্রততী রায়

উপকরণ-

১) চার – পাঁচ পিস মাগুর মাছ ধুয়ে নুন, হলুদ, অল্প তেল মাখিয়ে নিতে হবে।
২) আলু, পেঁপে, সজনে ডাঁটা লম্বা ফালি করে কেটে নিতে হবে।
৩) পেঁয়াজ আধখানা, রসুন দু কোয়া,সামান্য ধনে,গোলমরিচ,আদা,একটা ছোট এলাচ,একটুকরো দারচিনি,দুটো কাঁচালঙ্কা, আধখানা টমেটো। সব একসাথে বেঁটে নিতে হবে।


প্রণালি

প্রথমে তেল গরম হল মাছগুলো হালকা করে এপিঠ ওপিঠ উল্টে তুলে রেখে ওই তেলে জিরে ফোড়ন দিতে হবে। এরপর বাটা মশলার পেষ্টটা ঢেলে দিতে হবে। কষতে কষতে মশলার কাঁচা গন্ধ কমে এলে আনাজগুলো দিয়ে আঁচ কমিয়ে কষাতে হবে। ইতিমধ্যেই পরিমাণ মত নুন, হলুদ, সামান্য চিনি দিয়ে আরো কিছুক্ষণ কষে মাছগুলো ছেড়ে দিতে হবে। আর কষা নয় এপিঠ ওপিঠ করে পরিমাণ মতো জল ঢেলে ফুটে উঠলে আঁচ সিমে করে দিতে হবে। মিনিট পনেরো পরে আনাজ সিদ্ধ হলে সামান্য গাওয়া ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। গন্ধ রাজ লেবু দিয়ে গরম ভাতে খেলে স্বাদ অনুভূত হবেই।

error: Content is protected !!