চিলি সেসমে পনীর – মৌসুমী রায়

উপকরণ

১-পনীর ৪০০ গ্রাম
২- ময়দা ব্যাটার বানানোর মত
৩-আদা রসুনের পেস্ট এক চা চামচ
৪-বড় চামচের দু চামচ সাদা তিল ( sesame)
৫- সাদা তেল ভাজার ভাজার জন্য
৬-নুন
৭- মাখন বড় চামচের এক চামচ
৮- কাঁচালংকা কুচি পছন্দ মত
৯- সোয়া সস
১০- টোমাটো পিউরি দু চামচ
১১- সেসমে সস দু চামচ
১২- ডাইস করে কাটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ
১৩- কাশ্মীরি লংকার গুড়ো ছোট চামচের এক চামচ
১৪- গোলমরিচ গুড়ো

প্রণালী

প্রথমে পনীরগুলো ডুমো করে কেটে (এক সাইজের) ময়দা পরিমাণ মত নুন আর অল্প আদা রসুনের ব্যাটারে ডুবিয়ে সাদা তিল মাখিয়ে নিতে হবে। একটা প্লেটে নিয়ে ১৫/২০ মিনিট ফ্রিজে রাখতে হবে। এরপর ডুবো তেলে ব্রাউন করে ভেজে তেল ঝরিয়ে নিতে হবে। অন্য প্যানে মাখন আর অল্প সাদা তেল মিশিয়ে বাকি আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে তাতে কাঁচালংকা ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে একে একে সয়া সস চিলি সস সেসমে সস আর কাশ্মীরি লংকা গুড়ো দিয়ে ভেজে রাখা পনীর দিয়ে আরেকটু ভালো করে ভেজে মাখা মাখা করে নিলেই তৈরি চিলি সেসমে পনীর। উপর থেকে গোলমরিচ গুড়ো ছড়িয়ে দিলে আরো ভালো লাগবে।
একই ভাবে চিকেন দিয়েও করা যায় সেক্ষেত্রে চিকেন একটু বেশি সময় মেরিনেট করে রাখতে হবে।

error: Content is protected !!