চাল মুগডালের চটপটি – মৌসুমী রায়

0

উপকরণ

১- চালের গুড়ো এক কাপ
২- মুগ ডাল ভিজিয়ে নরম করে নেওয়া বড় চামচের দুই চামচ
৩- ধনে পাতা আর কারি পাতা কুচি
৪- কাঁচালঙ্কা ৫/৬ টা অল্প আদা বাটা বড় চামচের এক চামচ
৫- বড় চামচের দেড় চামচ মাখন
৬-গোটা সাদা জিরে ছোট চামচের এক চামচ
৭- নুন স্বাদমতো
৮- সাদা তেল ভাজার জন্য

প্রণালী

কাঁচালঙ্কা আদা আর অল্প জিরে মিক্সিতে বেটে নিতে হবে। চালের গুড়োর সাথে কাঁচালঙ্কার পেস্ট মাখন আর ভেজানো মুগডাল, গোটা জিরে নুন সব মিশিয়ে মেখে ডো করে নিতে হবে। এবার বড় রুটির মত বেলে ছোট ছোট গোল করে কেটে ( ছোট বাটি বা কৌটোর ঢাকনা দিয়ে) নিয়ে ডুবো তেলে লাল করে ভেজে নিলেই রেডি মুচমুচে বিকালের স্ন্যাক্স। এটা এয়ারটাইট ডিব্বায় দু চারদিন রেখে দেওয়া যায়।

Leave a Reply

error: Content is protected !!