স্পেশাল মাছের ঝোল – ঐশ্বর্য চ্যাটার্জী

0

Fish curry

মায়ের হাতের স্পেশাল মাছের ঝোল।একদম বাঙালিয়ানাতে ভরপুর।
উপকরণ:
1)মাছ (৬০০-৮০০ ওজনের রুই/কাতলা অথবা বড় কাটাপোনা মাছ হলেও চলবে)
2)পটল/ফুলকপি লম্বা করে কাটা।
3)আলু লম্বা করে কাটা।
4)গাজর লম্বা করে কাটা।
5)কাঁচ কলা লম্বা করে কাটা।
6)সিম লম্বা করে কাটা।
7)ঝিঙে লম্বা করে কাটা।
8)বীনস
9)ক্যাপসিকাম
10)টম্যাটো।
11)কাঁচা লঙ্কা ৪ টে।
12)সরিষার তেল।
13)হলুদ গুঁড়ো।
14)পাঁচ ফোঁড়ন।
15)তেজ পাতা ২ টো।
16)নুন ও চিনি।


পদ্ধতি:

সরিষা তেলে মাছ ভালো করে ভেজে নিতে হবে। তারপর সব সবজি গুলো হালকা করে ভেজে তাতে নুন হলুদ দিতে হবে পরিমাণ মত। তারপর জল ঢেলে দিতে হবে, এর মধ্যে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো সেদ্ধ হলে নামিয়ে একটি পাত্রে রাখতে হবে। কড়াইতে অল্প তেল দিয়ে তাতে পাঁচ ফোঁড়ন আর তেজপাতা দিয়ে একটু নেড়ে তাতে কেটে রাখা টম্যাটো আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিতে হবে, আর একটু নুন দিতে হবে। টম্যাটো জল ছাড়লেই সিদ্ধ করে রাখা সবজি মাছ সহ কড়াইতে মেশাতে হবে। একটু চিনি স্বাদ মত দিতে হবে। আর যদি প্রয়োজন পরে তাহলে নুন দিতে হবে না হলে দেবেন না। একটু ফোটানোর পরই পাঁচ ফোঁড়নের একটা মিষ্টি গন্ধ বের হলেই গ্যাস বন্ধ। মাছের ঝোল তৈরি। গরম ভাতের সাথে দারুণ যাবে।

Leave a Reply

error: Content is protected !!