অরিন্দম প্রামাণিকের দুটি কবিতা

১.
পৃথিবীর ম্যাপ বরাবর ঘুরে দেখতে ইচ্ছা করে,
চারিদিকেই কি দিনের বেলায় ঘোর অন্ধকার!
আমার পৃথিবী সুখী নয়, বারে বারে প্রদীপ নিভে যায়…
ভুল করেও জোনাকি এসে দেয় না আলো।
তোমাদের পৃথিবীতে সুখ আছে? আছে আলো?
মিথেন গ্যাসটুকুও নেই,
যে মাঝে মাঝে জ্বলে উঠবে আলেয়া হয়ে..
২.
ভালোবাসার দিগন্ত দেখিনি কোনোদিন,শুনেছি অনেক।
মেঘকে ছুঁয়ে দেখিনি কোনোদিন,পরশ পেতে চেয়েছি বহুকাল।
শক্ত পাথরের বুক চিরে যে জল, সে তো ঝর্ণা।
পিপাসা মেটাতে চেয়েছি একটিবার।
তপ্ত মরুর উষ্ণ বালুতে মরীচিকা ধরতে চেয়ে আমি ক্লান্ত।
প্রকৃতির শাসনে শ্রান্ত সূর্য লুকায় ওই দিগন্তে।
আমি পথিক পথে রয়ে যাই নতুন পথের লোভে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (ষষ্ঠ কিস্তি)বম্বেতে গিয়ে জীবনে প্রথম কোনও নারীর কাছ থেকে বাংলায়, ‘আমি (তোমাকে) ভালবাসি’ শুনলাম। মেয়েটির মারাঠী,…
- ঋতুযান উৎসব সংখ্যা ১৪৩০ উদ্বোধন অনুষ্ঠান
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (পঞ্চম কিস্তি)(৪) এন. টি-র চাকরিতে আমার কলকাতার বাইরে প্রথম ট্যুর এলো, আহমেদাবাদ আর বম্বে। সব মিলে…
- ব্যোমকেশ – অজিতের মেসবাড়িমহাত্মা গান্ধী রোডের ৬৬ নম্বর বাড়িটিকে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস নামে পরিচিত।এই বোর্ডিং হাউসটি ২০১৭ সালে…
- রবি ঠাকুরের মূর্তি – স্ট্র্যাটফোর্ড আপঅন অ্যাভনদেবব্রত সান্যাল : উইলিয়াম শেক্সপিয়রের জন্মস্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে অবাক ও খুশি হলাম। রবীন্দ্রনাথ…