অরিন্দম প্রামাণিকের দুটি কবিতা

১.
পৃথিবীর ম্যাপ বরাবর ঘুরে দেখতে ইচ্ছা করে,
চারিদিকেই কি দিনের বেলায় ঘোর অন্ধকার!
আমার পৃথিবী সুখী নয়, বারে বারে প্রদীপ নিভে যায়…
ভুল করেও জোনাকি এসে দেয় না আলো।
তোমাদের পৃথিবীতে সুখ আছে? আছে আলো?
মিথেন গ্যাসটুকুও নেই,
যে মাঝে মাঝে জ্বলে উঠবে আলেয়া হয়ে..

২.

ভালোবাসার দিগন্ত দেখিনি কোনোদিন,শুনেছি অনেক।
মেঘকে ছুঁয়ে দেখিনি কোনোদিন,পরশ পেতে চেয়েছি বহুকাল।
শক্ত পাথরের বুক চিরে যে জল, সে তো ঝর্ণা।
পিপাসা মেটাতে চেয়েছি একটিবার।
তপ্ত মরুর উষ্ণ বালুতে মরীচিকা ধরতে চেয়ে আমি ক্লান্ত।
প্রকৃতির শাসনে শ্রান্ত সূর্য লুকায় ওই দিগন্তে।
আমি পথিক পথে রয়ে যাই নতুন পথের লোভে…

error: Content is protected !!