অরিন্দম প্রামাণিকের দুটি কবিতা
১.
পৃথিবীর ম্যাপ বরাবর ঘুরে দেখতে ইচ্ছা করে,
চারিদিকেই কি দিনের বেলায় ঘোর অন্ধকার!
আমার পৃথিবী সুখী নয়, বারে বারে প্রদীপ নিভে যায়…
ভুল করেও জোনাকি এসে দেয় না আলো।
তোমাদের পৃথিবীতে সুখ আছে? আছে আলো?
মিথেন গ্যাসটুকুও নেই,
যে মাঝে মাঝে জ্বলে উঠবে আলেয়া হয়ে..
২.
ভালোবাসার দিগন্ত দেখিনি কোনোদিন,শুনেছি অনেক।
মেঘকে ছুঁয়ে দেখিনি কোনোদিন,পরশ পেতে চেয়েছি বহুকাল।
শক্ত পাথরের বুক চিরে যে জল, সে তো ঝর্ণা।
পিপাসা মেটাতে চেয়েছি একটিবার।
তপ্ত মরুর উষ্ণ বালুতে মরীচিকা ধরতে চেয়ে আমি ক্লান্ত।
প্রকৃতির শাসনে শ্রান্ত সূর্য লুকায় ওই দিগন্তে।
আমি পথিক পথে রয়ে যাই নতুন পথের লোভে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…