আধঘন্টার তুমিআমি – সোমাদ্রি সাহা

0
frozen wave against sunlight

একপাশে পাহাড়, অন্যদিকে সমুদ্র
তুমি দেখতে পাচ্ছ না সৈকতে হাত দুটো খুলে
দাঁড়িয়ে রয়েছি গোঁধূলির জ্যোৎস্নার চুমুতে
তোমার হাসিমুখ দেখব বলে।
দেখতে পাচ্ছো না একরাশ উৎকন্ঠা
অসুখের ওষুধ,
দেহ প্রবেশের আধঘন্টা
এক বিজ্ঞাপনের মতো মিশছে, মোহনায়।
তুমি মেরিন ড্রাইভে হেঁটেই চলেছ,
শাড়ির আঁচলে বালি লাগিয়ে
অনন্তকাল।
চুলগুলো হাওয়াতে নষ্ট হচ্ছে
নোনা মিশে আছে সৈকতে।

আচ্ছা তোমার ঠোঁটে কতটা নোনা আছে
আমার এক প্লেট প্রেমে তা মিশিয়ে দাও
আমার মিশে যেতে ইচ্ছা করছে
আসমুদ্র ঢেউয়ে।

আমি জানি না অসুখের তৃতীয় চতুর্থ আসবে কিনা
আমার শরীরে যে অরণ্য জন্মেছে
যে পাহাড় টিলার খোঁজ
আমার স্নান সকালের সূর্য
কচ্ছপের বেঁচে থাকায় রয়েছে
তাই তো চিনিয়ে দিয়েছে
মরূভূমিতে গাছ আছে
গাছ থাকে মরীচিকার মতো।
সে গাছের আড়ালে মারীচ লুকিয়ে
আমি কখনই সে হরিণ আনতে যাবো না
আমি তোমাকে আলাদা করে বোঝাবো না
শুধু বলব
আমার থেকে বড় সোনার অভিজ্ঞতা
তোমার চাই,
আমার চোখ,
আমার বাহু,
আমার সতেজ মন
তোমার একাকীত্বকে
দূর করে দেয় না!

এই সন্ধ্যা তো কাল ভোরের অপেক্ষায়।
তোমার আলো তো আমি
আমার চোখে তাকাও
সূর্য খেলা করছে চাঁদের জ্যোৎস্নায়।

মায়াবী জল কালো নীল, গাঢ় নীল
হাল্কা মাদকতা ছড়িয়ে দিচ্ছে
দূর পাহাড়ের ঝরনায়।

অসুখ চলে যাবে স্রোতসমুদ্রে
ওষুধ মিশে যাবে সময়চাকায়।
শুধু এই আধঘন্টা
তোমার আমার বিশল্যকরণী হয়ে
রয়ে যাবে আজীবন।

সমস্ত অতিমারীর শেষে।

Leave a Reply

error: Content is protected !!