অপগণ্ড – হেমন্ত সরখেল
ছক ধরে গজের মতো
মেপে গেছে
যে কাক পাশাপাশি ছোট্ট লাফে কার্নিশ,
তার চোখের মণিতে
লেখা থাকে মুগ্ধ হরিণপুচ্ছ। ভুল করে
মাংসের টুকরো ভেবে
হয়তো বা নিয়ে গেছে আচারের আম।
দূর থেকে ভেসে আসা বিলকিস বেগমের অধরা সুরের মতো
ফালতু কোনো ফিতে কাটার দৃশ্যে
তেমন কিছু যায় আসেনি কোন ঠিকেমজুরের, যেন
বাবুর বাড়ির খানসামা
অতটুকুই অধিকার তার যেটুকুতে
রুমাল মাটি থেকে তুলে নেওয়া যায় হাতে
ফিরিয়ে দিতে হয় বলে।
জ্যা-এর সাথে ডাইরেক্ট বৃত্তের কোন সম্পর্ক যে নেই
এটাই সারাজীবন শিখিয়ে গেলেন স্যার
আর আমরা মাথা নিচু করে
নুন শো’এর গল্প করে গেলাম।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…