ছাতুপুরি ~ মৌসুমী রায়

উপকরণ
১- আটা এক কাপ, ময়দা এক কাপ(দুই লাগবে)
২- ১/৪ কাপ সুজি
৩- ছাতু হাফ কাপ
৪- জোয়ান হাফ চামচ
৫- ভাজা মশলা (জিরে ধনে শুকনো লংকা)
৬- সাদা তেল ভাজার জন্য
৭- বড় চামচের এক চামচ সরষের তেল
৮- হিং ১/৪ চামচ
৯ – নুন চিনি অল্প

প্রনালী

আটা ময়দা সুজি জোয়ান নুন চিনি আর অল্প তেল দিয়ে মেখে নিতে হবে। কুড়ি মিনিট ডো টা ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর ছাতুতে অল্প নুন ভাজা মশলা হিং আর সরষের তেল দিয়ে মিশিয়ে অল্প জলে মেখে পুর বানাতে হবে। এবার ছোট ছোট লেচি করে তার ভিতর ছাতুর পুর দিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি ছাতুপুরি।
আলুর দম, অথবা চিকেন দিয়ে দারুণ লাগবে খেতে।

error: Content is protected !!