জমে আছে কথারা – সুচেতা বন্দ্যোপাধ্যায়

0
close up photo of wet glass

বিন্দু বিন্দু বৃষ্টির মতো জমে আছে কথারা,

মনজানলার কাচে। একদৃষ্টে চেয়ে আছি।

রোদ আসছে নরম হলুদ, 

স্মৃতির ভিজে গায়ে হাত বোলাবে বলে।

শুকিয়ে নেবে ফোঁটাগুলো নির্বিকারে।

শুকোবে কি কথারাও?

হয়ত শুকিয়ে যাবে।

হয়ত তেমন করে টানবে না আর।

অভিমান অভিযোগ ঝড় হতে না পেয়ে

মৃদুমন্দ দোলা দেবে মনপর্দায়।

ফ্রেমে বন্দী সময়, সখ্যতা করে নেবে 

অভ্যাসের সাথে।

বৃষ্টি নামবে আবারও। 

কথারা হারিয়ে যাবে,

রয়ে যাবে শুধু তার দাগ।

Leave a Reply

error: Content is protected !!