জমে আছে কথারা – সুচেতা বন্দ্যোপাধ্যায়
বিন্দু বিন্দু বৃষ্টির মতো জমে আছে কথারা,
মনজানলার কাচে। একদৃষ্টে চেয়ে আছি।
রোদ আসছে নরম হলুদ,
স্মৃতির ভিজে গায়ে হাত বোলাবে বলে।
শুকিয়ে নেবে ফোঁটাগুলো নির্বিকারে।
শুকোবে কি কথারাও?
হয়ত শুকিয়ে যাবে।
হয়ত তেমন করে টানবে না আর।
অভিমান অভিযোগ ঝড় হতে না পেয়ে
মৃদুমন্দ দোলা দেবে মনপর্দায়।
ফ্রেমে বন্দী সময়, সখ্যতা করে নেবে
অভ্যাসের সাথে।
বৃষ্টি নামবে আবারও।
কথারা হারিয়ে যাবে,
রয়ে যাবে শুধু তার দাগ।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…