ওভেন ছাড়াই পনীর পিৎজা – মৌসুমী রায়

উপকরণ
১- পিৎজা ব্রেড ৪টে
২- পিৎজা সস বড় চামচের দুচামচ
৩- মেয়োনিজ বড় চামচের দুচামচ
৪- ছোট চামচের এক চামচ টমেটো সস
৫- অল্প অরিগ্যানো
৬- অল্প চিলি ফ্লেক্স
৭- গোলমরিচ গুড়ো অল্প
৮- বিটনুন স্বাদমতো
৯- মাখন বড় চামচের দু চামচ
১০- চিজ কিউব চারটে
১১- কুচানো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর ভুট্টার দানা কাঁচালংকা
১২ – ১০০ গ্রাম পনীর ছোট ছোট টুকরো করা

প্রণালী

প্রথমে পিৎজা ব্রেডে, পিৎজা সস মেয়োনিস আর টমেটো সসের একটা লেয়ার মাখিয়ে নিতে হবে। তার উপর কুচানো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচালংকা আর ভুট্টার দানা সমান ভাবে দিয়ে উপর থেকে অল্প গোলমরিচ আর বিটনুন ছড়িয়ে দিতে হবে। তারপর পনীরের টুকরো গুলো দিয়ে উপরে একটা গোটা চিজ কিউব গ্রেট করে নিতে হবে। অরিগ্যানো আর চিলি ফ্লেক্স অল্প করে চিজের উপর ছড়িয়ে নিয়ে এরপর প্রি-হিটেড প্যানে অল্প মাখন দিয়ে হাল্কা আঁচে সাজানো পিৎজা রেখে ২/৩ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে ব্রেডের নিচেটা পুড়ে না যায় কিন্তু চিজ মেল্ট হয়ে মিশে যায় ভালো ভাবে।

error: Content is protected !!