আধঘন্টার তুমিআমি – সোমাদ্রি সাহা
একপাশে পাহাড়, অন্যদিকে সমুদ্র
তুমি দেখতে পাচ্ছ না সৈকতে হাত দুটো খুলে
দাঁড়িয়ে রয়েছি গোঁধূলির জ্যোৎস্নার চুমুতে
তোমার হাসিমুখ দেখব বলে।
দেখতে পাচ্ছো না একরাশ উৎকন্ঠা
অসুখের ওষুধ,
দেহ প্রবেশের আধঘন্টা
এক বিজ্ঞাপনের মতো মিশছে, মোহনায়।
তুমি মেরিন ড্রাইভে হেঁটেই চলেছ,
শাড়ির আঁচলে বালি লাগিয়ে
অনন্তকাল।
চুলগুলো হাওয়াতে নষ্ট হচ্ছে
নোনা মিশে আছে সৈকতে।
আচ্ছা তোমার ঠোঁটে কতটা নোনা আছে
আমার এক প্লেট প্রেমে তা মিশিয়ে দাও
আমার মিশে যেতে ইচ্ছা করছে
আসমুদ্র ঢেউয়ে।
আমি জানি না অসুখের তৃতীয় চতুর্থ আসবে কিনা
আমার শরীরে যে অরণ্য জন্মেছে
যে পাহাড় টিলার খোঁজ
আমার স্নান সকালের সূর্য
কচ্ছপের বেঁচে থাকায় রয়েছে
তাই তো চিনিয়ে দিয়েছে
মরূভূমিতে গাছ আছে
গাছ থাকে মরীচিকার মতো।
সে গাছের আড়ালে মারীচ লুকিয়ে
আমি কখনই সে হরিণ আনতে যাবো না
আমি তোমাকে আলাদা করে বোঝাবো না
শুধু বলব
আমার থেকে বড় সোনার অভিজ্ঞতা
তোমার চাই,
আমার চোখ,
আমার বাহু,
আমার সতেজ মন
তোমার একাকীত্বকে
দূর করে দেয় না!
এই সন্ধ্যা তো কাল ভোরের অপেক্ষায়।
তোমার আলো তো আমি
আমার চোখে তাকাও
সূর্য খেলা করছে চাঁদের জ্যোৎস্নায়।
মায়াবী জল কালো নীল, গাঢ় নীল
হাল্কা মাদকতা ছড়িয়ে দিচ্ছে
দূর পাহাড়ের ঝরনায়।
অসুখ চলে যাবে স্রোতসমুদ্রে
ওষুধ মিশে যাবে সময়চাকায়।
শুধু এই আধঘন্টা
তোমার আমার বিশল্যকরণী হয়ে
রয়ে যাবে আজীবন।
সমস্ত অতিমারীর শেষে।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…