বর্ষায় একা – দেবব্রত সান্যাল

0
person standing on brown wooden dock

কথা দেয়া আর কথা না রাখার খেলা,

খেলতে খেলতে ক্লান্ত হওনা তাও৷

কলিং বেলটা মুখ বুঁজে সারা বেলা,

এখনও জানি না সত্যিই কি যে চাও৷

হাতটা পিছল, পিছল পথের মতো,

আকাশটা দেখি মেঘের মুখোশে ঢাকা

লুকিয়ে পড়েছে বেঁচে আছে তারা যত,

জল ছিটিয়ে তো ঘুরছে আবার চাকা৷

খিচুড়ির স্বাদ আলুনি লাগছে যেন,

মেঘ মল্লার হারিয়ে ফেলেছে সুর৷

ঠান্ডা হাওয়ায় শান্তি নেই যে কেন?

এই বর্ষায় কেন গেলে তুমি দূর?

জানি না কখন নিভে গেছে সব আলো

এত একা আর কখনো লাগেনি আগে,

আকাশটা ধুয়ে মুছতে পারবে কালো? 

কবিতার খাতা এত খালি কেন লাগে?

আষাঢ় ফুরোলো শ্রাবণও এমনি যাবে?

কবিতাগুলো কী এমনি থাকবে পড়ে?

আকাশ গাইবে বাতাস ও তো তাল পাবে 

আমি রয়ে যাবো একা মুখ ভার করে?

Leave a Reply

error: Content is protected !!