বর্ষায় একা – দেবব্রত সান্যাল

কথা দেয়া আর কথা না রাখার খেলা,
খেলতে খেলতে ক্লান্ত হওনা তাও৷
কলিং বেলটা মুখ বুঁজে সারা বেলা,
এখনও জানি না সত্যিই কি যে চাও৷
হাতটা পিছল, পিছল পথের মতো,
আকাশটা দেখি মেঘের মুখোশে ঢাকা
লুকিয়ে পড়েছে বেঁচে আছে তারা যত,
জল ছিটিয়ে তো ঘুরছে আবার চাকা৷
খিচুড়ির স্বাদ আলুনি লাগছে যেন,
মেঘ মল্লার হারিয়ে ফেলেছে সুর৷
ঠান্ডা হাওয়ায় শান্তি নেই যে কেন?
এই বর্ষায় কেন গেলে তুমি দূর?
জানি না কখন নিভে গেছে সব আলো
এত একা আর কখনো লাগেনি আগে,
আকাশটা ধুয়ে মুছতে পারবে কালো?
কবিতার খাতা এত খালি কেন লাগে?
আষাঢ় ফুরোলো শ্রাবণও এমনি যাবে?
কবিতাগুলো কী এমনি থাকবে পড়ে?
আকাশ গাইবে বাতাস ও তো তাল পাবে
আমি রয়ে যাবো একা মুখ ভার করে?
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (ষষ্ঠ কিস্তি)বম্বেতে গিয়ে জীবনে প্রথম কোনও নারীর কাছ থেকে বাংলায়, ‘আমি (তোমাকে) ভালবাসি’ শুনলাম। মেয়েটির মারাঠী,…
- ঋতুযান উৎসব সংখ্যা ১৪৩০ উদ্বোধন অনুষ্ঠান
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (পঞ্চম কিস্তি)(৪) এন. টি-র চাকরিতে আমার কলকাতার বাইরে প্রথম ট্যুর এলো, আহমেদাবাদ আর বম্বে। সব মিলে…
- ব্যোমকেশ – অজিতের মেসবাড়িমহাত্মা গান্ধী রোডের ৬৬ নম্বর বাড়িটিকে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস নামে পরিচিত।এই বোর্ডিং হাউসটি ২০১৭ সালে…
- রবি ঠাকুরের মূর্তি – স্ট্র্যাটফোর্ড আপঅন অ্যাভনদেবব্রত সান্যাল : উইলিয়াম শেক্সপিয়রের জন্মস্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে অবাক ও খুশি হলাম। রবীন্দ্রনাথ…