দহন – শর্মিষ্ঠা সাহা

যতটা দহন হলে পরাজিত উল্লাস
শাশ্বত হয় স্থানীয় সংবাদ, লোর ততটা।
অতঃপর, আঙুলের চাপে ঘেঁটে দেওয়া ধারা সমাচার,
গলনাঙ্কের জমাট উষ্ণতা।

ফিরে আসে ক্রৌঞ্চমিথুন বল্মীক পথ ধরে আর,
একটানা শাব্দিক বিচ্ছুরণ।

ভ্রু পল্লব ভারী হলে
বিস্ময়ে আঁকা হয় সূর্যঘড়ি
নির্মোহী বালুকাবেলায়।
উঁকি মেরে অভ্যাস যত
জিজ্ঞাসায় অপলাপ,
যেন দূরের দিগন্তে বৃষ্টির মরীচিকা অব্যয়
মাটি আর মেদ
মিলেমিশে জল হয়ে যায়।

error: Content is protected !!