দহন – শর্মিষ্ঠা সাহা
যতটা দহন হলে পরাজিত উল্লাস
শাশ্বত হয় স্থানীয় সংবাদ, লোর ততটা।
অতঃপর, আঙুলের চাপে ঘেঁটে দেওয়া ধারা সমাচার,
গলনাঙ্কের জমাট উষ্ণতা।
ফিরে আসে ক্রৌঞ্চমিথুন বল্মীক পথ ধরে আর,
একটানা শাব্দিক বিচ্ছুরণ।
ভ্রু পল্লব ভারী হলে
বিস্ময়ে আঁকা হয় সূর্যঘড়ি
নির্মোহী বালুকাবেলায়।
উঁকি মেরে অভ্যাস যত
জিজ্ঞাসায় অপলাপ,
যেন দূরের দিগন্তে বৃষ্টির মরীচিকা অব্যয়
মাটি আর মেদ
মিলেমিশে জল হয়ে যায়।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…