রিয়াল মাদ্রিদকে আবার বিদায় জিদানের

0

জল্পনা ছিল মৌসুম শেষে রিয়াল মাদ্রিদকে বিদায় জানাতে চলেছেন জিনেদিন জিদান। গুঞ্জন সত্যি হলো, বুধবার রিয়াল ম্যানেজমেন্টকে ফরাসি কোচ জানিয়ে দিলেন তিনি আর স্পেনে থাকতে চান না। এক টুইটার পোস্টের মাধ্যমে সর্বপ্রথম খবরটি সামনে আনেন ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
স্প্যানিশ পত্রিকা এএসেরও একই দাবি, দ্বিতীয়বারের মত রিয়াল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জিদান। যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
দ্বিতীয়বার রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে খুব বেশি কৃতিত্ব দেখাতে পারেননি জিদান। একটি লা লিগা এবং একটি সুপার কোপা ডি এস্পানা জয় করেছিলেন শুধু। এবারের মৌসুমে লা লিগা শিরোপার একেবারে কাছে এসেও জয় করা সম্ভব হয়নি। এর আগে চ্যাম্পিয়নস লীগের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে জিদানের রিয়াল।
যার দরুণ জিদান আগেই জানিয়েছেন, মৌসুম যেভাবে কাটিয়েছেন তারা, তাতে তার সম্পর্কে ক্লাবের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ হয়ে দাঁড়িয়েছে।

আর তাই হলো। জিদানের স্থলাভিষিক্তদের তালিকায় ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি, রিয়ালের রিজার্ভ দলের কোচ রাউল গঞ্জালেসের নাম শোনা যাচ্ছে। ইন্টার মিলানের দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া অ্যান্তনিও কন্তের নামও রয়েছে রিয়ালের পছন্দের তালিকায়।
২০১৮ এর পর ২০২১, এ নিয়ে দ্বিতীয়বারের মত রিয়ালের দায়িত্ব ছাড়লেন ক্লাবটির সাবেক ফুটবলার জিদান। ২০১৬-১৮ পর্যন্ত প্রথমবারের মতো রিয়ালের দায়িত্বে ছিলেন তিনি। সেসময় তিনটি চ্যাম্পিয়নস লীগ, একটি লা লিগা ও ক্লাব বিশ্বকাপ জয় করেন জিদান।

Subscribe to my YouTube Channel

Leave a Reply

error: Content is protected !!