রবি ঠাকুরের মূর্তি – স্ট্র্যাটফোর্ড আপঅন অ্যাভন

দেবব্রত সান্যাল : উইলিয়াম শেক্সপিয়রের জন্মস্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে অবাক ও খুশি হলাম। রবীন্দ্রনাথ ঠাকুর সম্ভবত এখানে আসেন নি। স্যার ওয়াল্টার স্কট, লর্ড টেনিসন, চার্লস ডিকেন্স, ডেভিড গ্যারিকের মতো মানুষ এই জন্মস্থানকে তীর্থ দর্শন বলেছেন। সেই জন্মস্থানে কবিগুরুর মূর্তি দেখলে গর্ব হওয়াটা স্বাভাবিক।
মূর্তির ভাস্কর হলেন শ্রী দেবব্রত চক্রবর্তী
পশ্চিমবঙ্গের তদানীন্তন মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসুর উদ্যোগে এই কাজটি হয়েছে এমনটাই লেখা আছে।

error: Content is protected !!