জ্যোতিষীর মতে, ভারত চ্যাম্পিয়ন হবে

অনেকে মজা করে অক্টোপাস পল বলে ডেকে থাকেন। দুহাজার এগারো, পনের আর উনিশের বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়নের নাম তিনি আগেই বলে দিয়েছিলেন। দু হাজার বাইশে আর্জেন্টিনা যে বিশ্বকাপ ফুটবলে বিজয়ী হবে তা তিনি আগেভাগেই বলে দিয়েছিলেন।  তিনি কিন্তু আদতে কোনও অক্টোপাস নন, মানুষই। তিনি গ্রিনস্টোন লোবো।  একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী। লোবো জানাচ্ছেন,  তার ফর্মুলা গাণিতিক আঁকা ছকার ওপর নির্ভরশীল। এবার তার গণনা বলছে যে, দুহাজার তেইশ এর বিশ্বকাপে সেই দেশগুলি ভালো করবে যাদের অধিনায়কের জন্ম উনিশশো সাতাশি সালে। লোবো বলেছেন  তার গণনা বলছে, যে ভারতের অধিনায়ক রোহিত শর্মা ও বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের জন্মসাল উনিশশো সাতাশি। সেই অর্থে দুটি দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে।

কিন্তু, গণনার হিসাব বলছে ভারতীয় দলে যেহেতু উনিশশো সাতাশিতে জন্ম নেওয়া খেলোয়াড় আরও আছে তাই ভারতেরই চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা প্রবল।  বাংলাদেশ এবারের বিশ্বকাপে ভালো ফল করবে, বেশ কিছু ইন্দ্রপতন ঘটাবে। কিন্তু, চ্যাম্পিয়ন হবে ভারতই। রোহিত শর্মার জন্ম পত্রিকা বিচার করে লোবোর বক্তব্য – ব্যক্তিগতভাবে রোহিত ভালো খেলবেন।

error: Content is protected !!
%d bloggers like this: