হাওয়ার সাথে-সুচেতা বন্দ্যোপাধ্যায়
জানলা খুলেছি, ঝাঁপিয়ে ঢুকেছে সময়।
মিষ্টি হাওয়ার সাথে তোমার নেশাধরানো হাসি,
আমেজ নিয়ে চা পান
আর কাঞ্চনজঙ্ঘা।
সোনার চূড়া দেখে তুমি
দুগাছি চূড়ের ডিজাইন,
অর্ডার করবে কথা দিয়েছিলে।
মুগ্ধতার সিঁথি জুড়ে
আজও তোমার ভালবাসা এঁকে রেখেছি।
পাহাড়ি পথের ঢাল বেয়ে
নেমে গেছে শ’য়ে শ’য়ে ইচ্ছের অর্কিড আর ক্যাকটাস,
আর তোমার দুষ্টুমিভরা পাহাড়যাপন-স্মৃতি।
জানলাজুড়ে আজও অমলিন
কাঞ্চনজঙ্ঘা।
স্বর্ণচূড়ের পাহাড়নক্সা হয়ত কোন নতুন হাতে ঝলমলে।
কান পেতে আছি
ঘরমুখো হাওয়ার যাত্রাপথে-
অস্তরাগের চাদরঢাকা কাঞ্চনজঙ্ঘা,
বাহারি টবে ফুলেলপ্রেমের গন্ধ,
আর…
তুমি কি আজও তেমন করেই হাসো?
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…