মাপামাপি – সোমাদ্রি সাহা

1
gray and brown mountain

পাখির ছায়া দেখছিলাম।
আকাশ এখানে স্বপ্নময়।
বসে বসে বেলা যায়
অবসর নেমে আসা ঠোঁটে
জন্ম নেয় পিৎজা গন্ধ।

তাকিয়ে থাকি।
জীবনের কাছে তাকিয়ে থাকি।

জীবন বলে কিছু ছিলো নাকি!
অবাক লাগে
কিছু বছরের জীবনে
ভুলে যাই
আমার মোক্ষ ধ্যান ভিন্ন…

কয়েক বছর পৃথিবী গ্রহে
খেলা করে
মানুষ ভাবলাম নিজেকে
পাখি যেমন উড়তে থাকে
আকাশকে না মেপেই।

1 thought on “মাপামাপি – সোমাদ্রি সাহা

Leave a Reply

error: Content is protected !!