হাওয়ার সাথে-সুচেতা বন্দ্যোপাধ্যায়

0
two white rod pocket curtains

জানলা খুলেছি, ঝাঁপিয়ে ঢুকেছে সময়।
মিষ্টি হাওয়ার সাথে তোমার নেশাধরানো হাসি,
আমেজ নিয়ে চা পান
আর কাঞ্চনজঙ্ঘা।
সোনার চূড়া দেখে তুমি
দুগাছি চূড়ের ডিজাইন,
অর্ডার করবে কথা দিয়েছিলে।

মুগ্ধতার সিঁথি জুড়ে
আজও তোমার ভালবাসা এঁকে রেখেছি।
পাহাড়ি পথের ঢাল বেয়ে
নেমে গেছে শ’য়ে শ’য়ে ইচ্ছের অর্কিড আর ক্যাকটাস,

আর তোমার দুষ্টুমিভরা পাহাড়যাপন-স্মৃতি।

জানলাজুড়ে আজও অমলিন
কাঞ্চনজঙ্ঘা।
স্বর্ণচূড়ের পাহাড়নক্সা হয়ত কোন নতুন হাতে ঝলমলে।

কান পেতে আছি
ঘরমুখো হাওয়ার যাত্রাপথে-
অস্তরাগের চাদরঢাকা কাঞ্চনজঙ্ঘা,
বাহারি টবে ফুলেলপ্রেমের গন্ধ,
আর…

তুমি কি আজও তেমন করেই হাসো?

Leave a Reply

error: Content is protected !!