মাপামাপি – সোমাদ্রি সাহা
পাখির ছায়া দেখছিলাম।
আকাশ এখানে স্বপ্নময়।
বসে বসে বেলা যায়
অবসর নেমে আসা ঠোঁটে
জন্ম নেয় পিৎজা গন্ধ।
তাকিয়ে থাকি।
জীবনের কাছে তাকিয়ে থাকি।
জীবন বলে কিছু ছিলো নাকি!
অবাক লাগে
কিছু বছরের জীবনে
ভুলে যাই
আমার মোক্ষ ধ্যান ভিন্ন…
কয়েক বছর পৃথিবী গ্রহে
খেলা করে
মানুষ ভাবলাম নিজেকে
পাখি যেমন উড়তে থাকে
আকাশকে না মেপেই।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…
সব লেখাই দারুণ