বারুদের গ্রহ – সোমাদ্রি
অসম্ভব সময়ের স্বপ্ন নামছে নিয়নে।
ঘুম শেষের ধূলোকণা তুমি শব্দে
জাগিয়ে রাখছে রাতে।
চাঁদ নেই,
হিংস্র নেতা আছে।
রাজনৈতিক ভাবনারা কর্পোরেট হলে
ভেঙে যায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার।
জন্মায় লাদেন ত্রাস।
অতীতের ভবিষ্যৎ লিখে রাখি সর্বনাশে।
একদিন সুভাষ ফিরবে অকিঞ্চিৎ
বাউল ঠোঁটে।