হিমবাতাসে- সুচেতা বন্দ্যোপাধ্যায়

মুঠোয় এসে বসলে চাঁদ
মধুচন্দ্রিমা শুরু হয়।
চাঁদ উঁকি দেয় জেনেও
জানলা না খুলে পারি না।
জ্যোৎস্নাকে ডেকেছিলাম বিছানায়,
সে এসে একেবারেই জড়িয়ে ধরল আমায়,
সাথে দখল নিলো একফালি ঘর।

পাহাড়সন্ধ্যা শাঁখের আওয়াজে মুখর হল।
অথবা সে প্রতিধ্বনি?
হিমবাতাসে ভেসে আসা একমুঠো সুখ,
জীবনবারান্দায় বেঁধে রাখতে কত না কসরত করেছি।

জ্যোৎস্নার খেলা শেষ না হতেই সুখবাতাস,
কখন এল কখন গেল
জানা হল না।

error: Content is protected !!