নিভৃতের ভিতর – বৈশাখী চ্যাটার্জী

0
blue and red galaxy artwork

অনাবৃষ্টির একটা নিজস্ব গন্ধ আছে থমথমে বিকেলে

যেটা ভেসে যেতে চায় গা বেয়ে,

বৃষ্টি না আসার গল্পে বৃষ্টির ফোঁটারা ছুঁয়ে গেছে,

এমন কতবার, বহুবার, আগেও হয়েছে

শুকনো কাটফাটা মাটিতে পা দিয়ে হেঁটে গেছি

মাঠ পেরিয়েছি, জমি পেরিয়েছি

তারপর মলিন আকাশ ঘিরে ধরেছে আলস্য বুক,

বৃষ্টি নামলে ফিরে গিয়ে দেখেছি চেনা শহর জলে ভেসে গেছে,

প্লাবনের গন্ধ জমে আছে পূর্ববর্তী সভ্যতার মাঠ, ঘাট, জমি জুড়ে।

অনাবৃষ্টির গন্ধ,নিকষ কালো অন্ধকার, বৃষ্টির ফোঁটা,

কেমন এক গভীর অরণ্য সৃষ্টি করে বুকের ভিতর।

কেমন শূন্য কেমন অসার হয়ে আসি,

সরীসৃপের মতো বাঁকা পথ চলে যায় দূরে,

অরণ্যর বুকে লেগে থাকে থমথমে চাপা শব্দ,

সেখানে টুপ্-টুপ্ করে বৃষ্টি ঝরেছে সীমাহীন কাল,

বেলাগাম অস্থির বোধ ছুঁতে চায় কত কিছু,

কতবার, বহুবার সেই টুপ্-টুপ্ ঝরে চলা, অনাবৃষ্টি,

অন্ধকার আর বুকের ভিতর জমে থাকা অরণ্য

কেমন শূন্য কেমন অসার হয়ে আসে।


                 

Leave a Reply

error: Content is protected !!