নিভৃতের ভিতর – বৈশাখী চ্যাটার্জী
অনাবৃষ্টির একটা নিজস্ব গন্ধ আছে থমথমে বিকেলে
যেটা ভেসে যেতে চায় গা বেয়ে,
বৃষ্টি না আসার গল্পে বৃষ্টির ফোঁটারা ছুঁয়ে গেছে,
এমন কতবার, বহুবার, আগেও হয়েছে
শুকনো কাটফাটা মাটিতে পা দিয়ে হেঁটে গেছি
মাঠ পেরিয়েছি, জমি পেরিয়েছি
তারপর মলিন আকাশ ঘিরে ধরেছে আলস্য বুক,
বৃষ্টি নামলে ফিরে গিয়ে দেখেছি চেনা শহর জলে ভেসে গেছে,
প্লাবনের গন্ধ জমে আছে পূর্ববর্তী সভ্যতার মাঠ, ঘাট, জমি জুড়ে।
অনাবৃষ্টির গন্ধ,নিকষ কালো অন্ধকার, বৃষ্টির ফোঁটা,
কেমন এক গভীর অরণ্য সৃষ্টি করে বুকের ভিতর।
কেমন শূন্য কেমন অসার হয়ে আসি,
সরীসৃপের মতো বাঁকা পথ চলে যায় দূরে,
অরণ্যর বুকে লেগে থাকে থমথমে চাপা শব্দ,
সেখানে টুপ্-টুপ্ করে বৃষ্টি ঝরেছে সীমাহীন কাল,
বেলাগাম অস্থির বোধ ছুঁতে চায় কত কিছু,
কতবার, বহুবার সেই টুপ্-টুপ্ ঝরে চলা, অনাবৃষ্টি,
অন্ধকার আর বুকের ভিতর জমে থাকা অরণ্য
কেমন শূন্য কেমন অসার হয়ে আসে।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…