purple leaf

কতোদিন পরে, মেঘের ঝালরে আনমনে রাখে মন,
ভিজেছে অকাল বারিষেই তারা চোখ বুজে কিছুক্ষণ।
সেই যে কিশোরী শুনেছিল এক বাউল মনের ভাষা,
অবুঝ মনেতে বুনেছিল তারা অগোছালো ভালোবাসা।
স্বপ্নের দিন সবই বাকি থাকে বাঁধা পড়ে আছে মন,
হঠাৎ কে যেন ডেকে নিয়ে গেল স্রোত মুখে এ জীবন। 
ছিটেফোঁটা সুখ চোখে মুখে ঠোঁটে করেছিল আলাপন,
অকাল বারিষে,তারা ভিজেছিল মিলেমিশে কিছুক্ষণ।

স্বপ্নের খোঁজে ছেলেটি ফিরেছে বছর পাঁচেক পরে
স্মৃতিমাখা মন জমে আছে তার মেঘ বৃষ্টির ঘরে।
কোন একদিন আষাঢ় বিকেলে অদ্ভুত কানাকানি,
ঝড়ে উড়ে আসে, চেনা সে মেয়ে স্মৃতির ছবিখানি।

যদি দুটো মন শ্রাবণী স্রোতের টানে আসে পাশাপাশি,
হুবহু তেমনই প্রেমের কাহিনী শোনা যাবে বানভাসি।
কতদিন পরে তারা খুঁজে পাবে হারিয়ে ফেলা সে মন,
অকাল বারিষে তারা ভিজেছিল দুজনেতে কিছুক্ষণ।

Leave a Reply

error: Content is protected !!