অকাল বারিষে – মধুপর্ণা বসু
কতোদিন পরে, মেঘের ঝালরে আনমনে রাখে মন,
ভিজেছে অকাল বারিষেই তারা চোখ বুজে কিছুক্ষণ।
সেই যে কিশোরী শুনেছিল এক বাউল মনের ভাষা,
অবুঝ মনেতে বুনেছিল তারা অগোছালো ভালোবাসা।
স্বপ্নের দিন সবই বাকি থাকে বাঁধা পড়ে আছে মন,
হঠাৎ কে যেন ডেকে নিয়ে গেল স্রোত মুখে এ জীবন।
ছিটেফোঁটা সুখ চোখে মুখে ঠোঁটে করেছিল আলাপন,
অকাল বারিষে,তারা ভিজেছিল মিলেমিশে কিছুক্ষণ।
স্বপ্নের খোঁজে ছেলেটি ফিরেছে বছর পাঁচেক পরে
স্মৃতিমাখা মন জমে আছে তার মেঘ বৃষ্টির ঘরে।
কোন একদিন আষাঢ় বিকেলে অদ্ভুত কানাকানি,
ঝড়ে উড়ে আসে, চেনা সে মেয়ে স্মৃতির ছবিখানি।
যদি দুটো মন শ্রাবণী স্রোতের টানে আসে পাশাপাশি,
হুবহু তেমনই প্রেমের কাহিনী শোনা যাবে বানভাসি।
কতদিন পরে তারা খুঁজে পাবে হারিয়ে ফেলা সে মন,
অকাল বারিষে তারা ভিজেছিল দুজনেতে কিছুক্ষণ।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…