ঝড়-বৃষ্টি-বিদ্যুৎ – দেবদাস মুখোপাধ্যায়
যত ভাবি বৃষ্টি নিয়ে করব ঘর,
অচিরেই দখিন হাওয়া ঝড় হয়ে যায়।
চকিতে তড়িৎ-মেঘ মাথার ওপর,
দোদুল্যমান ছাউনি ভিত সজোরে কাঁপায়।
শীতের কাঁথা আর বরষায় ছাতা,
কষিয়ে রাত দুপুরে ভাতের ঘুম।
সংসারে বাসন কোসন খুন্তি হাতা,
কখনো মনপুরে হৃদয় নিঝুম।
জানো কি একলা ঘরে বন্দি এ মন,
রিংটোনে-তে শ্যামের বাঁশি ঝাঁপিয়ে কাঁদায়?
মানো কি জড়িয়ে আবেশ উতলা যেমন,
জানালার পর্দা ওড়ে বৃষ্টি ছাঁটে দু’কুল ভাসায়?
ঘুমের পরে ঘোরের পারে দেখতে থাকি,
গঙ্গা দিয়ে লাশ ভেসে যায়।
চরাচর দখলদারি,অণুজীব মাপতে বাকি,
বাস্তুহারা’র গান থেমে যায়।
সাপলুডো ঝোড়ো জীবন ডাউন-টাউন!
খেলা হবে গলা-বুক-জলে ডাউন-ডাউন!
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…