ঝড়-বৃষ্টি-বিদ্যুৎ – দেবদাস মুখোপাধ্যায়

0
lightning and gray clouds

যত ভাবি বৃষ্টি নিয়ে করব ঘর,
অচিরেই দখিন হাওয়া ঝড় হয়ে যায়।
চকিতে তড়িৎ-মেঘ মাথার ওপর,
দোদুল্যমান ছাউনি ভিত সজোরে কাঁপায়।

শীতের কাঁথা আর বরষায় ছাতা,
কষিয়ে রাত দুপুরে ভাতের ঘুম।
সংসারে বাসন কোসন খুন্তি হাতা,
কখনো মনপুরে হৃদয় নিঝুম।

জানো কি একলা ঘরে বন্দি এ মন,
রিংটোনে-তে শ্যামের বাঁশি ঝাঁপিয়ে কাঁদায়?
মানো কি জড়িয়ে আবেশ উতলা যেমন,
জানালার পর্দা ওড়ে বৃষ্টি ছাঁটে দু’কুল ভাসায়?

ঘুমের পরে ঘোরের পারে দেখতে থাকি,
গঙ্গা দিয়ে লাশ ভেসে যায়।
চরাচর দখলদারি,অণুজীব মাপতে বাকি,
বাস্তুহারা’র গান থেমে যায়।

সাপলুডো ঝোড়ো জীবন ডাউন-টাউন!
খেলা হবে গলা-বুক-জলে ডাউন-ডাউন!

Leave a Reply

error: Content is protected !!