আমার স্বপ্নমালি ফুল ফোটাবে…

ইচ্ছেপূরণ গাছে

নীরব ঝড়ে ঘর ধুলোয় ভরে,

বকুল বকুল গন্ধ ঘরে আসে।

স্বপ্নমালি আমার হৃদয় জমি…

ফাঁকাই পড়ে আছে

সূর্যমুখীর বীজ বুনে দাও

হৃদয় যেন ঝলমলিয়ে হাসে।

যখন নদীর জলে সূর্য মিশে যায়…

লালচে আঁধার আমায় ছুঁতে চায়

বুকের ভিতর মেঘ বৃষ্টি হয়ে নামে

কই সে স্বপ্নমালি আছে আমার অপেক্ষায়?

স্বপ্নমালি তোমার জন্য গাঁথতে মালা..

আমার ফুরিয়ে গেলো বেলা

সূর্যমুখী ফুটলোনা তো আর,

শেষ হয়ে এলো আমার ঘরকন্না খেলা।

Leave a Reply

error: Content is protected !!