ইতালিতে আসার লক্ষ্য পূরণ হয়েছে রোনাল্ডোর, জুভেন্টাস ত্যাগের গুঞ্জন

0

কয়েকদিন আগে নিজের ব্যবহৃত গাড়িগুলো তুরিন থেকে মাদ্রিদে সরিয়ে নেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাতেই মৌসুম শেষে পর্তুগিজ স্টারের জুভেন্টাস ত্যাগের গুঞ্জন চাউর হয়। যদিও পরে জানা যায়, জায়গার অভাবেই গাড়িগুলো মাদ্রিদের বাসভবন ‘লা ফিন্সা’তে স্থানান্তর করেছেন তিনি।


এদিকে টানা ৯ মৌসুম ইতালিয়ান সিরি আ হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। সমর্থকদের একাংশ যার দায় চাপিয়েছেন রোনাল্ডোর ওপর। ইতালিয়ান সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, চুক্তির এক বছর বাকি থাকতে ব্যর্থ রোনালদোকে গ্রীষ্মকালীন ট্রান্সফারেই ছেড়ে দেবে জুভেন্টাস।
সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন রোনাল্ডো। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে জানান, ইতালিতে আসার সব উদ্দেশ্য-লক্ষ্য পূরণ হয়েছে তার।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আমি জুভেন্টাসে প্রথমদিন যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছিলাম এই অর্জনগুলোর মধ্য দিয়ে সেগুলো পূরণ করেছি। এ সব অর্জনে আমি গর্বিত। তিনটি ভিন্ন ক্লাবের হয়ে শত গোল করা এক অন্যরকম অনুভূতি।

আমার এ যাত্রায় যারা সমর্থন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এ বছর আমরা সেরি-এ লিগ জিততে পারিনি। তবে এ মৌসুমে জুভেন্টাসের হয়ে দলীয় ও ব্যক্তিগত সব অর্জনেরই মূল্য আছে আমার কাছে।’


রোনালদো বলেন, ‘ইতালিয়ান সুপার কাপ, ইতালিয়ান কাপ ও লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আমাকে যথেষ্ট তৃপ্তি দিয়েছে। এর মধ্য দিয়ে যে লক্ষ্য স্থির করে ইতালিতে এসেছিলাম, তা পূরণ হয়েছে। লক্ষ্য ছিল লিগ, কাপ ও সুপার কাপ জেতার পাশাপাশি সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হওয়া। নিজের কীর্তিতে আমি গর্বিত। ইংল্যান্ড, স্পেন ও ইতালিতে আমি লিগ, কাপ ও সুপার কাপ জিতেছি। তিন দেশেই সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হয়েছি। ১০০ এর বেশি গোল করেছি। যখন যে ক্লাবের হয়ে যে দেশে খেলেছি, সবখানেই নিজের ছাপ রাখতে পারার অনুভূতি অতুলনীয়। এই যাত্রায় যারা সঙ্গী ছিলেন, সবাইকে ধন্যবাদ।’

Leave a Reply

error: Content is protected !!