সময় অসময় – মৌসুমী রায়
তোমার সাথে যখন হল দেখা
তখন দীর্ঘ হয়েছে বেলা,
গোধূলীর রং আকাশ জুড়ে
দেখায় রঙিন খেলা।
মন কেমনের রং এ মেলে
ভালোবাসার মনকাড়া লাল রং
তোমায় পাওয়া প্রথম বরষায়
ধুয়েছিলো হৃদয়ের জং।
শুকিয়ে আসা কৃষ্ণচূড়ায় নামে
সবুজ কোমল পাতার ঢল
বিরহদহন জুড়িয়ে এলো
চোখে আসমানী নীল জল।
যদি আবার দেখা হয় কোন চৌরাস্তার মোড়ে
কিংবা ইছামতীর পাড়ে
একবার আগের মত আলিঙ্গন কোরো
দু’হাত দিয়ে আবেশে রেখো জড়িয়ে,
জানতে চাইবনা আমি তুমি কেমন আছো?
তুমিও প্রশ্ন কোরোনা আমায়
অনেক দিন তো কেটেই গেছে,
হারিয়েছে কত সোনালী সময়।