করোনায় মৃত মায়ের স্মৃতিতে অক্সিজেন অটো চালিয়ে ৩০০ প্রাণ বাঁচালেন মেয়ে

0

প্রাণঘাতী করোনাভাইরাস কেড়ে নিয়েছে মায়ের প্রাণ। সেই করোনা থেকে অন্যদের বাঁচাতেই লড়াইয়ে নেমেছেন ভারতের সীতা দেবী। নিজের মা অক্সিজেনের অভাবে মারা গিয়েছিলেন। তাই সীতা চান না, সেই মর্মান্তিক অভিজ্ঞতা আর কারো হোক। সেজন্য চেন্নাইয়ের রাস্তায় ছুটছে তার অক্সিজেন অটো। তার এই উদ্যোগের ফলে এখনও পর্যন্ত উপকৃত হয়েছেন ৩০০ জন করোনা রোগী। আর তা দেখে বেশ উদ্বুদ্ধ সীতা। ভবিষ্যতে অটোর সংখ্যা আরও বাড়ানোর চিন্তা ভাবনা করছেন তিনি।

হিনুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়- গত পয়লা মে চেন্নাইয়ের রাজিব গান্ধী সরকারি হাসপাতালের বাইরে প্রাণ হারিয়েছিলেন সীতার মা বিজয়া দেবী।

হাসপাতালে জায়গা না পেয়ে রাস্তাতেই অপেক্ষারত অবস্থায় স্বাসকষ্ট হয়ে ছটফট করতে থাকেন। পরে অন্য এক হাসপাতালে ভর্তি করা হলেও, ততক্ষণে মারা যান তিনি। সেই দৃশ্য যাতে আর কোনও মানুষকে দেখতে না হয় ওই ব্রত নিয়ে এরপর রাস্তায় নেমে পড়েন ৩৬ বছর বয়সী সীতা।

হাসপাতালের বাইরেই অটো নিয়ে অপেক্ষা করেন সীতা। কোনো রোগীর প্রয়োজন পড়লেই আপৎকালীন ভাবে তাকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করেন। তার এই উদ্যোগের জন্য সীতাকে সাহায্য করেছে স্ট্রিট ভিশন চ্যারিটেবল ট্রাস্ট নামক একটি এনজিও। ৬ মে থেকে এই ট্রাস্টের সাহায্যে অটোতে করে মানুষের প্রাণ বাঁচানোর কাঁজে নিযুক্ত রয়েছেন সীতা।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: