মাটির মেয়ে – মৌসুমী রায়
মেয়েটার মেটে রঙ্গা শরীর..
আর মাটির মত মন
তার মাটির ঘর বাড়ি,
পাশে শাল পিয়ালের বন
খোঁপার ফুল খুঁজতে
সে ঘোরে সারাক্ষণ।
মেয়েটার নরম সরম গড়ণ..
আর শিশুর মত চালচলন
হঠাৎ কিছু জান্তব হাত তাকে
টুকড়ো করে ছিঁড়ে..
তার থামেনা রক্তক্ষরণ।
মেয়েটার মাটির শরীর ভাঙ্গলো..
হোলো দুর্বিষহ জীবন
শান্ত শাল পিয়ালের বনে
মানুষের মুখোশ পরা..
জন্তুদের আগমন।
মেটে রঙ্গা মেয়েটার..
থামেনা শরীর মনের রক্তক্ষরণ।
সচেতন সুন্দর কবিতা