হিমবাতাসে- সুচেতা বন্দ্যোপাধ্যায়
মুঠোয় এসে বসলে চাঁদ
মধুচন্দ্রিমা শুরু হয়।
চাঁদ উঁকি দেয় জেনেও
জানলা না খুলে পারি না।
জ্যোৎস্নাকে ডেকেছিলাম বিছানায়,
সে এসে একেবারেই জড়িয়ে ধরল আমায়,
সাথে দখল নিলো একফালি ঘর।
পাহাড়সন্ধ্যা শাঁখের আওয়াজে মুখর হল।
অথবা সে প্রতিধ্বনি?
হিমবাতাসে ভেসে আসা একমুঠো সুখ,
জীবনবারান্দায় বেঁধে রাখতে কত না কসরত করেছি।
জ্যোৎস্নার খেলা শেষ না হতেই সুখবাতাস,
কখন এল কখন গেল
জানা হল না।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…