সেই মুখ – সুচেতা বন্দ্যোপাধ্যায়

ছবিটা মুছে নিলাম।
তার শান্ত চোখে ফুটে উঠল হাসি।
প্রেম? নাহ…
অভিমান? নাহ…
তাহলে…কী বলার ছিল?
সেই হাসিমুখ,
যাকে অনেক সোহাগে অনেক আদরে মুখাগ্নি করেছি,
আজও আমার দুচোখ জুড়ে
চির অমলিন।
তার সাথে রোজ ঝগড়া করি
গোপনে।
যে সময় থমকে গেছে
সেই মুখভরা হাসিতে,
সেই সময়ের দাবি তাকে এমন করে মানতে হল?
এখন যদি আসতে চাই কাছে,
সময়!
তুমি অনুমোদন না দেওয়ার
কী অজুহাত দেবে?

error: Content is protected !!