গাছবৃক্ষ – বিকাশ দাস
গাছবৃক্ষ পৃথিবীর ভূষণ
সময়ের ক্ষণ প্রতিক্ষণ অঙ্গলাগা নিত্য আভূষণ।
ভুবন সোম সূর্য বাতাস মুগ্ধ বরণ চিত্ত জাগরণ।
মানুষ জাতির জীবনদাতা।
দেশ সমষ্টির ভাগ্যবিধাতা।
পালিত অপালিত পশুপক্ষীর শরণদাতা।
পরমার্থ সংগীত। ফসল তোলা শস্য গাঁথা।
ধর্মহীন
সহজ সরল বিস্তৃত শাখা প্রশাখা
গোত্রহীন
জীবন রসনা প্রকৃতির স্বাদ মাখা।
শান্তির অমৃত মন্ত্রবাণী
নিঃশব্দ ছায়ার বিভুতি সত্যময়।
মুনি ঋষি মহিষীর জ্ঞান বিনিময়
‘কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন’।
গাছবৃক্ষ
প্রাণের শুশ্রূষা ঋগ্ধময় সংগীতের সার
পরম মোক্ষ সিদ্ধি লাভের উৎস অপার।
মহিম্বান জীবনের স্রোত বাঁচিয়ে সৃষ্টির গোলোকে
ধরণীর পলক
ধরণীর ফলক
ধরণীর অলঙ্কার
বিনিদ্র সংস্কার জন্মজন্মান্তর
আতিথ্য প্রত্যাশী যুগযুগান্তর
এসো এক সাথে বেঁধে বেঁধে চলি
প্রাণের চেয়ে অধিক ভালোবেসে বাঁচিয়ে চলি
নিঃস্বার্থে সবার হৃদয়ের সাম্রাজ্য শিকড়ে শিকড়ে।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…