brown and green mountain view photo

চাষ করা জমির এবড়ো খেবড়ো মাঠে পা পরে না কতদিন। কতদিন ফসল কাটা মাঠের পায়ে চলা পথে নাড়ায় পা কাটে না। মাথাতোলা কচিধানের আলপথে যেতে যেতে “ও আমার দেশের মটি…” “সার্থক জনম মাগো জন্মেছি এই দেশে…” গলা ছেড়ে গান উধাও পলি পরা স্মৃতি নদীপথ ধরে ছলাৎ ছলাৎ ঢেউ ওঠে পরে জোয়ারে ভাটির টানে বালিয়াড়ির কঙ্কাল হা হা করে তৃষ্ণা মেটে না মেটে না।

শিকড়েরা অবিরাম অন্তহীন পরাবর্ত বাস্তবতার ক্ষেত্রে মাথা কুটে মরছে এইসব দিনলিপির ইতিহাস পাটি পেতে বসে হাসে, গল্প করে, কাঁদে না। এ এক অত্যাশ্চর্য ভাঙা- গড়ার খেলা চলে সূর্যের কি অসুখ করে? না-কি সেও তার সৃষ্টির মতোই সর্বংসহা স্থাপনা না-কি সংহারক সে-ও ফিতে বাঁধা গোলকধাঁধায় অবিরাম সৃষ্টির ফসল ফলায় চাষের মাঠে ফলায় মনেও অবিরত অবিরাম অন্তহীন কেন্দ্রীভূত সুবিস্তীর্ণ দৃশ্যপথ মনের খাতায়।

এ সব কিছু নিয়েই কবিতা হাসে, খেলে, কাঁদেও সবাই দেখতে পায় না।

Leave a Reply

error: Content is protected !!