তোমার জন্য-ক্ষমা ভট্টাচার্য্য

grayscale photography of couple walking on ground

যদি একটুখানি ভরসা দাও
ভাসতে পারি, ভাসাতে পারি ছেড়ে ছুড়ে সব, আরো একবার ।
হাঁটতে পারি
চাট্টান পাহাড়ের বুকচেরা পথে –
হলুদ পাতায় লুকোনো হাসি দেখে দেখে,
শায়িত বুদ্ধের কাছে –

না বলা কথার প্রতিচ্ছবি প্রতিনিয়ত কাঁপে আশঙ্কায়,
ঝর্নার জলে-
যদি ছোপ ধরে আটকানো চোখের জলের!
পাতার ফাঁকে গলে পরা আলো ছায়ার আঁকিবুকি দাগে পা ফেলে ফেলে
হাঁটা জারি থাকে –
জীবনকে অগোচরে ভালোবেসে!

error: Content is protected !!