জীবনচক্র – মৌসুমী রায়

0

এইতো সেদিন হাত ধরে
বুকে জড়িয়েছিলে চাঁদ
আমিও ডুবে ছিলাম তোমাতে
বুঝিনি সব কেড়ে নেবে জীবনচক্রের ফাঁদ।

সবে তো শুরু করেছিলাম সুখের পথ…
পাশাপাশি চলতে কত কথা বলতে বলতে
তোমার ছোট ভুলে মিথ্যা চালে হারালাম সব
নিভে আসছে জীবন প্রদীপ পুড়ছে দেখো সলতে।

রোজ হাতড়াই স্মৃতির পাতা…
ভরছে আমার কবিতার খাতা ফুরাচ্ছে কালি
তবুও আমি আশায় থাকি ফিরবে ভেবে
তুমি অনেকের মাঝে ভুলেছ আমি কিভাবে ভুলি?

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: