তন্দ্রাহত – সুচেতা বন্দ্যোপাধ্যায়

আজ আমার চোখে অনেক ঘুম…অনেক ঘুম। এসো, ঘুমের দেশে যাই।
তুমি-আমি হাত ধরে
একসাথে ঘুমপথে হাঁটি।
সে দেশের গাছগুলো রঙে রঙে রঙিন।
পথে কেমন মরচেধরা আলোর কৃপণতা।
মুসাফিরের আনাগোনায় ব্যস্ততার আভাস।
একটা ছোট বাড়ি ছিমছাম।
ঘরগুলোতে বাপসোহাগী গন্ধ।
বিছানার টান টান চাদরে
তোমার আমার ফেলে আসা টুকরো হাসিকান্না।
এইখানে এসে তুমি আমার হাত ছেড়ে দিলে।
কী খুঁজছ অত?
বইয়ের তাকে, পুরনো সুটকেসে, ছাতাপরা কার্ণিশে–
ছাদের কোণে অযত্নের অ্যালোভেরা ছোপধরা দাঁতে হেসে কুশল জানতে চায়।
দেয়ালে তোমার আমার হাসিমুখ,
মা-বাবার সাথে…
ঘুম কেটে যায়।
তন্দ্রাহত স্বরে আমি একটিই প্রশ্ন করেছি…
আমার হাত তুমি ছাড়লে কেন দিদিভাই?

error: Content is protected !!