মেদলার জঙ্গলে গোল্লু – চম্পাকলী চট্টোপাধ্যায়

0
body of water between green leaf trees

জুন মাসের ১৫ তারিখ থেকে তিন মাস বর্ষার জন্য সংরক্ষিত বনাঞ্চল পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে একথা ভুলন কেন অনেকেই বোধহয় খবর রাখে না,বিশেষ করে যারা হুটহাট পরিকল্পনা ছাড়া বেরিয়ে পড়ে ডুয়ার্সের জঙ্গল দেখতে। লাটাগুড়ির ট্যুরিস্ট লজে এসে জানতে পারে নো এন্ট্রি টু গরুমারা অভয়ারণ্য। ভুলনের দশ বছরের ছেলের শুকনো মুখ দেখে লজের কর্তা বলেন বাবু, গরুমারা যেতে পারবে না ঠিক তবে জঙ্গলের কী শেষ আছে। আর ও বন আছে নাম শোন নি বুঝি। ধূপঝোড়া,মেদলা। সেখানে যেতে পারবে। চারদিক জঙ্গল, কোথাও ঘন কোথাও পাতলা। দশ বছর উৎসাহিত হয়ে বাবার দিকে ঝলমল চোখে চোখ রাখে। ভুলনের টিম অর্থাৎ ছেলে ছেলের মা ছেলের মাসি মেসো হইহই করে নির্জন লজের নীরবতা ভেঙে দেয়,সমস্বরে বলে ওঠে বনে যাওয়া হবে। বনবাসের জায়গা তো পেয়েই গেছি।

অফ সিজিন। লজ তাই ফাঁকা। 

জয় মেসো বলে জমিয়ে থাকা যাবে নিজেদের মতো করে, অন্য গেস্ট নেই। ভালই হল বলো ভুলন। 

লাটাগুড়ির নিজস্ব রূপ আছে। ঘন গাছগাছালি ঘাসবন।বাতাসে বুনো গন্ধ। এক সময় লাটাগুড়ির রসগোল্লার বিশেষ সুখ্যাতি ছিল। এখনও আছে। পুরোনো লোকেরা তুলনা করে যদিও  বলে সেই আগের মতো স্বাদ  আর নেই। বনের ঘনত্ব যে কমেছে অনেক সেটা ভুলন ভাল বুঝতে পারে। অনেকবার মাল বাজার যেতে লাটাগুড়ি জঙ্গলের পরিবর্তিত রূপে দুঃখ পেয়েছে। মহাকাল থানের কাছে বনের গাঢ়তা কমে পুজোর স্থল বেড়ে উঠেছে। দিনের আলোতে  গা ছমছম নির্জনতা বোধ আর হয় না।

 কেবল গাড়ির চলাচল।

রিসর্ট, লজের দাপটে বনের মায়া দূরে দূরে সরে যদিও রাত নামলে ফিরে ফিরে আসে সে মায়া। নিশাচর প্রাণীরা ঘুরে বেড়ায় আশে পাশে। বনজ লতা পাতা, জংলি ফুলের সুবাস জানান দেয় অরণ্য ঘিরে আছে চারদিক। নিশীথের নিস্তব্ধ তায় ঢেকে যায় সমগ্র বনাঞ্চল। রহস্যের জাল ছিঁড়ে কখনো কখনো শোনা যায় রাতচরাদের ডাক।

পরদিন লাঞ্চ সেরে ভুলনের দলবল বন সফরে টাটা সুমোয় রওনা দিল মেদলার জঙ্গলে। গোল্লুর উত্তেজিত চোখ মুখ বলছে সে শিকারে চলেছে। কত কী দেখবে। সবাই এখন  অরণ্য পরিবেশ নিয়ে কথা বলছে।

বাঘ গন্ডার দেখা যাবে বাবা ? 

চলো না। যা দেখবে  নিজের চোখে দেখতে পারবে। আগে থেকে কিছু বলা যায় কী? 

পীচের রাস্তা ধরে ছুটছে গাড়ি। রাস্তার দু ধারে চা বাগিচা। সবুজ সবুজ। খরস্রোতা নেওরা  মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখছে আগন্তুকদের। আকাশের মুখ ভার। যে কোন সময় ঝরবে।ঘন বাগিচার মধ্যে দিয়ে মেদলার জঙ্গলে ঢোকার মুখে গাড়ি দাঁড়িয়ে গেল সুন্দর  কটেজের  সামনে। লোকের লাইন। টিকিট ঘর। টিকিট কেটে ওরা উঠল মোষের গাড়িতে। এক এক গাড়িতে ছয়জন করে। মোষের গলায় ঘন্টা। মেঠো ঘাসবনের  পথে গাড়ি চলতেই ঠুংঠুং শব্দ।  চলছে চারটে মোষের গাড়ি।  ভুলনকে  ধরে বসে গোল্লু  চারদিক অবাক বিস্ময়ে দেখছে। মোষ প্রাণীটির নাম জানে দেখেনি কখনো। সেই প্রাণীর টানা গাড়িতে জঙ্গলের ভেতর যাচ্ছে গোল্লু। ভীষণ এক্সাইটেড। এর মধ্যে  টুপটাপ বৃষ্টি শুরু। মেঘ ডাকছে। ঘন সবুজ বড় ছোট গাছের জটলা ক্রমশ বাড়ছে। জঙ্গলের রহস্য দানা বাঁধছে। সবুজ রঙ পাল্টে যাচ্ছে। যত ভেতরে যাচ্ছে সবুজ ঘন হয়ে উঠছে।  এদিক ওদিক বানর ঘুরছে। অনেকটা চলার পর গাড়ি থেমে গেল।দম বন্ধ অবস্থায় বলে ওঠে, কী হল বাবা থামল কেন? 

নেমে এবার হাঁটতে হবে ওয়াচ টাওয়ার পর্যন্ত। মোষের গাড়ি আর যাবে না। জঙ্গলের ভেতর আমরা হাঁটব ! খুশিতে এক লাফে নেমে প্রায় ছুট দিতে যায় গোল্লু। ধরে ফেলে ভুলন। গোল্লু ছুটছে ঘাস পথে বাবার সাথে। মা মাসি কোথায়  তা দেখার আর  ফুরসত নেই। বিস্তীর্ণ নদীর চরা। অবাধে ময়ূর ঘুরছে। থমকে যায় গোল্লু। সকলে ময়ূর ময়ূর বলে  উঠতেই কে যেন বলে ওঠে চুপ, একদম শব্দ করবেন না  জন্তু জানোয়ার পালিয়ে যাবে ভয়ে। কিছু দেখা যাবে না। টাওয়ারে উঠতে উঠতে আবার কথা। টাওয়ার দুলছে যে। ক্যামেরা নিয়ে সবাই প্রস্তুত। চারপেয়ে দেখলেই ক্লিক।

ভুলন গোল্লুকে নিয়ে একপাশে একটু নিরিবিলিতে দাঁড়ায়। জয় মেসো ক্যামেরা এনেছে ও ছবি তুলবে।  চোখ ভরে  দেখে নে জঙ্গলের রূপ। 

এখানে বড় বড় গাছ আর ঘাসবন। দূরে ঘন বনের ইশারা। বৃষ্টি থেমে ঝিলিক রোদ। বাইসন দেখ গোল্লু ওই নদীর এপারে,দেখেছিস। হ্যাঁ ওই তো।  বাবা দেখো হাতি আসছে নদীর ওপার থেকে। হাতির পিঠে কে বসে? মাহুত?

ওটা কী হাতি জানিস?

হাতি।

বনদপ্তরে ওদের নাম আছে। ওরা হল কুনকি মানে পোষা হাতি। ফুলমতী, আলোমালা প্রভৃতি নামে ওদের নাম রাখা  হয়, ওদের নামে সার্ভিস বুক খোলা হয় তাতে লেখা থাকে ওরা কবে অবসর নেবে। কুনকি হাতি হল মেয়ে হাতি। পোষ মানিয়ে প্রশিক্ষণ দিয়ে বন্য হাতি ধরতে,তাড়াতে ব্যবহার করা হয় এই কুনকি হাতিদের। জঙ্গলে মাহুত ওদের নিয়ে ঘোরে। 

গোল্লুর চোখ গোল গোল। মুহূর্তে দৃশ্যপট বদলে যায়।মাহুতের পাশে বসে গোল্লু  দুলকি চালে বনের ভেতর দিয়ে চলছে। কত রঙিন পাখির ওড়াউড়ি। বাইসনের দল ছপছপ শব্দে জল পেরিয়ে ঘন বনের ভেতর চলে যায়। ওখানে গন্ডার জল খেতে আসবে একটু পরে মাহুত সব জানে। হাতি জল জঙ্গল ভেদ করে  ঝপাত ঝপাত শব্দে নদী পেরিয়ে  অন্য দিকে চলতে শুরু করে। ঝোপ ঘন হয় ক্রমশ। টুপ টুপ বৃষ্টি আবার ভিজিয়ে দেয় ওদেরকে। 

মাহুত কে জড়িয়ে গোল্লু বলে এর নাম কী ফুলমতী। ও কোথায় থাকে? কটা বুনো হাতি ধরেছে? 

একঝাঁক  সবুজ বনটিয়ার  টিটি শব্দে চাপা পড়ে যায় মাহুতের গলা। জোরে চলে কুনকি হাতি। 

পিলখানায় তিনটে হাতি দাঁড়িয়ে, পায়ে তাদের  শিকল বাঁধা। করুণ চোখে গোল্লুকে দেখছে।

ওরা তবে জঙ্গলে চাকরি করে। ওরা তো পোষা তবে বন্দী কেন। 

ফেরার পথে গোল্লু বাবার পাশে সবার পেছনে হাঁটে। পিছন ফিরে ফিরে কুনকি হাতিদের দেখে। চোখের আড়াল হতেই  গোল্লুর চোখ ভিজে ওঠে। হাতির শিকল ওকে বিমর্ষ করে তোলে, ওরা জঙ্গলে থেকেও বাঁধা। নিজেদের পরিবেশে ও অসহায়। ওদিকে মা মাসিরা আদিবাসী মেয়েদের নাচ দেখছে। মেসো ছবি তুলছে। ফিরতি পথে মোষের গাড়ি চড়ার থ্রিল ও উবে গেছে গোল্লুর। শেষ বিকেলের বৃষ্টির জল মোষের কালো গায়ে চকচক করছে। ওদের গায়ে আলতো হাত  রেখে গোল্লু বলল,ভাল থেকো তোমরা সবাই। আমি আর তোমাদের পিঠে চড়ে জঙ্গল ভ্রমণে কোনদিন আসব না। ভাল থেকো।  লজে ফেরা পর্যন্ত গোল্লুর মুখ থেকে কেউ কোন কথা শোনেনি।

Leave a Reply

error: Content is protected !!