হাসপাতালে ভর্তি অনুরাগ কাশ্যপ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে ডাক্তারের পরামর্শ মেনে অন্তত সপ্তাহ দু’য়েক বিশ্রামে থাকতে হবে বলিউড তারকাকে। অনুরাগের অসুস্থতার খবর স্বীকার করেছেন তার মুখপাত্র। তিনি জানান, বুকে ব্যথা হচ্ছিল অনুরাগ কাশ্যপের। বিপদ বুঝেই হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকরা জানান অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (ষষ্ঠ কিস্তি)বম্বেতে গিয়ে জীবনে প্রথম কোনও নারীর কাছ থেকে বাংলায়, ‘আমি (তোমাকে) ভালবাসি’ শুনলাম। মেয়েটির মারাঠী,…
- ঋতুযান উৎসব সংখ্যা ১৪৩০ উদ্বোধন অনুষ্ঠান
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (পঞ্চম কিস্তি)(৪) এন. টি-র চাকরিতে আমার কলকাতার বাইরে প্রথম ট্যুর এলো, আহমেদাবাদ আর বম্বে। সব মিলে…
- ব্যোমকেশ – অজিতের মেসবাড়িমহাত্মা গান্ধী রোডের ৬৬ নম্বর বাড়িটিকে প্রেসিডেন্সি বোর্ডিং হাউস নামে পরিচিত।এই বোর্ডিং হাউসটি ২০১৭ সালে…
- রবি ঠাকুরের মূর্তি – স্ট্র্যাটফোর্ড আপঅন অ্যাভনদেবব্রত সান্যাল : উইলিয়াম শেক্সপিয়রের জন্মস্থানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখে অবাক ও খুশি হলাম। রবীন্দ্রনাথ…
সাধারণত কোনও কারণে হৃৎপিণ্ডে ক্ত চলাচলের পথ সরু হয়ে গেলে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়। এতে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন অনেকটাই স্থিতিশীল অনুরাগ। তবে তাকে কোনও কাজ না করার কড়া নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সম্প্রতি নিজের নতুন ছবি ‘দোবারা’র শুটিং শেষ করেছেন অনুরাগ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু ও টলিপাড়ার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। পরিচালনার পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন অনুরাগ। কিছুদিন আগেই অনিল কাপুরের সঙ্গে ‘একে ভার্সাস একে’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। তবে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা। এর মধ্যেই আবার অনুরাগের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। এর জন্য থানায় গিয়ে জবাবদিহিও করতে হয়েছিল।