হাসপাতালে ভর্তি অনুরাগ কাশ্যপ
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। তবে ডাক্তারের পরামর্শ মেনে অন্তত সপ্তাহ দু’য়েক বিশ্রামে থাকতে হবে বলিউড তারকাকে। অনুরাগের অসুস্থতার খবর স্বীকার করেছেন তার মুখপাত্র। তিনি জানান, বুকে ব্যথা হচ্ছিল অনুরাগ কাশ্যপের। বিপদ বুঝেই হাসপাতালে যান তিনি। সেখানে চিকিৎসকরা জানান অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হবে।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…
সাধারণত কোনও কারণে হৃৎপিণ্ডে ক্ত চলাচলের পথ সরু হয়ে গেলে অ্যাঞ্জিওপ্লাস্টি করাতে হয়। এতে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়। অ্যাঞ্জিওপ্লাস্টির পর এখন অনেকটাই স্থিতিশীল অনুরাগ। তবে তাকে কোনও কাজ না করার কড়া নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে। সম্প্রতি নিজের নতুন ছবি ‘দোবারা’র শুটিং শেষ করেছেন অনুরাগ। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু ও টলিপাড়ার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ও। পরিচালনার পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন অনুরাগ। কিছুদিন আগেই অনিল কাপুরের সঙ্গে ‘একে ভার্সাস একে’ ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন তিনি। তবে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বলিউড তারকা। এর মধ্যেই আবার অনুরাগের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন অভিনেত্রী পায়েল ঘোষ। এর জন্য থানায় গিয়ে জবাবদিহিও করতে হয়েছিল।