বলিউডে এবার অনির্বাণ


বলিউডে পা রাখতে চলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বলিউড অভিনেত্রী রানী মুখার্জি নিজের ৪৩তম জন্মদিনে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ শিরোনামে যে সিনেমার ঘোষণা করেছিলেন, সেই সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তাব পেয়েছেন অনির্বাণ।

সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন অশিমা চিবার। তবে এমন উল্লসিত খবরেও মুখ বন্ধ রেখেছেন অনির্বাণ ভট্টাচার্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’  ছবি দিয়েই রানী মুখার্জি তার অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করবেন। তার চোখে তাই আগামী ছবি জীবনের সেরা ছবি। মঞ্চাভিনয়ে সফল অনির্বাণ ভট্টাচার্য ২০১৫ সালে ‘কাদের কুলের বউ’-এর মাধ্যমে পর্দায় পা রাখেন। বড় পর্দায় অনির্বাণের প্রথম সিনেমা ‘ঈগলের চোখ’।

error: Content is protected !!