সঞ্জয় দত্তই প্রথম
আরব-আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। প্রথম সারির বলিউড অভিনেতা হিসেবে তিনিই প্রথম এ ভিসা পেলেন। বুধবার (২৬ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অভিনেতা নিজেই। তিনি লেখেন, জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনারস অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) দুবাইয়ের পরিচালক জেনারেল মোহামেদ আহমেদ আল মারির উপস্থিতিতে গোল্ডেন ভিসা হাতে পেয়ে সম্মানিত বোধ করছি।
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (একাদশ কিস্তি)বৃষ্টির শুরুতেই সামান্য ঠান্ডা পড়তে শুরু করলো। ক্লাবে লোক আসা একটু কমলো। বিকেলে ব্যাডমিন্টন খেলতে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (দশম কিস্তি)(৮) শিফট ডিউটি আরম্ভ হতেই জীবনটা জীবিকার প্রয়োজন মাত্র হয়ে দাঁড়াল। অদ্ভুত সময়ে ঘুম থেকে…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (নবম কিস্তি)আমাদের পুরো ব্যাচটাকে কয়েকটা ছোট ছোট দলে ভাগ করা হলো। আমাদের দলে আমি, কর, সিং…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (অষ্টম কিস্তি)আমার মুখে হাসির ছোঁয়া দেখে বিপদভঞ্জন দুঃখ দুঃখ মুখ করে জিজ্ঞেস করল, ‘ছেড়ে দিলো?’ ‘কান…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (সপ্তম কিস্তি)নিকলের নিয়োগপত্র বার পাঁচেক খুঁটিয়ে পড়ে নিশ্চিন্ত হয়ে, আমার টুইডের কোটটা গায়ে দিয়ে অফিসে গেলাম।…
- কচ্ছপের বেঁচে থাকা – দেবব্রত সান্যাল (ষষ্ঠ কিস্তি)বম্বেতে গিয়ে জীবনে প্রথম কোনও নারীর কাছ থেকে বাংলায়, ‘আমি (তোমাকে) ভালবাসি’ শুনলাম। মেয়েটির মারাঠী,…
- ঋতুযান উৎসব সংখ্যা ১৪৩০ উদ্বোধন অনুষ্ঠান
এক্ষেত্রে সহায়তার জন্য বিমান পরিবহন সংস্থা ফ্লাই দুবাইয়ের কর্মকর্তা হামাদ ওবাইদাল্লাহকেও ধন্যবাদ জানিয়েছেন সঞ্জয়। দীর্ঘমেয়াদে বিদেশিদের থাকার সুবিধা দিতে ২০১৯ সালে গোল্ডেন ভিসা সুবিধা চালু করে আমিরাত সরকার। এ ভিসা পেলে ন্যাশনাল স্পন্সর ছাড়াই বিদেশিরা দেশটিতে থাকার পাশাপাশি কাজ এবং পড়াশোনা চালিয়ে যেতে পারেন। ৫ থেকে ১০ বছর মেয়াদি এ ভিসা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে যায়।
Honoured to have received a golden visa for the UAE in the presence of Major General Mohammed Al Marri, Director General of @GDRFADUBAI. Thanking him along with the @uaegov for the honour. Also grateful to Mr. Hamad Obaidalla, COO of @flydubai for his support🙏🏻 pic.twitter.com/b2Qvo1Bvlc
— Sanjay Dutt (@duttsanjay) May 26, 2021