এবার বাস্তবে হাসপাতালে সিনেমার থ্রি ইডিয়েটস

0

করোনায় নাজেহাল গোটা ভারত। বেড, অক্সিজেন ও যথাযথ ওষুধের খোঁজে হন্যে হয়ে ঘুরছে প্রত্যেক রোগীর পরিবার-পরিজন।

বলিউডের সেরা মানের হাসির সিনেমা থ্রি ইডিয়েটস। মিস্টার পারফেক্ট আমির খানও বলেছিলেন, থ্রি ইডিয়েটস তার জীবনের সেরা একটি ছবি। তবে, থ্রি ইডিয়টস ছবির সারা জাগানো একটি দৃশ্য হচ্ছে স্কুটিতে করে রোগী নিয়ে যাওয়া। হাসিভরা সিনেমাতে যেসব দৃশ্য আবেগে মন কেড়েছিল তার মধ্যে এটিও একটি। সেই দৃশ্যই এবার বাস্তবে ঘটে গেল ভারতের রাস্তায়।

ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু মেদিনীরাই মেডিকেল কলেজে। সম্প্রতি স্কুটিতে রোগী নিয়ে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। স্কুটি সজোরে ছুটে চলেছে হাসপাতালে করিডোর ধরে। সবাই দেওয়ালের ধার চেপে দাঁড়াচ্ছেন। রোগীকে বাঁচাতে স্কুটি হর্ন দিতে দিতে এগিয়ে চলছে।

হাসপাতালে স্ট্রেচার নেই। মুমূর্ষ রোগীকে কীভাবে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে স্থানান্তরিত করা হবে সে প্রশ্নের উত্তরেই মাথায় খেলে গেল সেই সিনেমা দৃশ্যের কথা। রোগীকে মাঝে বসিয়ে একজন চালক ও পেছনে আরেকজন বসে সোজা হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন।

Leave a Reply

error: Content is protected !!