হেমেন্দ্রকুমার রায়ের ভৌতিক সমগ্র- বিতর্ক ও মিমাংসা

দেবব্রত সান্যাল : বই বাজারের হাওয়া বোঝা দায়। তবে বই পড়া থেকে ভালো ডিসকাউন্টে পেলে বই কেনার উৎসাহ তুঙ্গে। তাতে ইন্ধন জুগিয়েছে দীপ প্রকাশনার হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র। এই সমগ্রর বিশেষত্ব হলো এটি অখন্ড ও আটশো টাকার বই প্রাথমিক ভাবে চারশো টাকায় দেওয়া হলো। উপন্যাস ও গল্পের সূচী দেখলে ভালো না লাগার কোনও কারণ নেই।


বই কিনেই সঙ্গে সঙ্গে পড়া হয়ে ওঠে না। তাই বই প্রকাশের প্রায় দেড় মাস পর এক পাঠকের নজরে এলো যে বিশাল গড়ের দুঃশাসন উপন্যাসটি অসম্পূর্ণ। এই ত্রুটিটি সম্পাদক সমুদ্র বসুর নজরে আসাই স্বাভাবিক ছিল, কিন্তু প্রকাশনার কাহিনি অস্বাভাবিক দৃষ্টান্তে ভরা।
শেষ পর্যন্ত দীপ প্রকাশন মুখ রক্ষার জন্য বিশাল গড়ের দুঃশাসন বইটি আলাদা করে সংযোজিত উপন্যাস প্রকাশ করে ক্রেতাদের বিনা মূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। পোড়া মুখের শ্রী কতটা ফিরলো তা সময় বলবে, তবে অখন্ড আর সেই অর্থে অখন্ড রইলো না।

error: Content is protected !!