বিমল কুমার সমগ্রে কী রয়েছে?

দেবব্রত সান্যাল : বই বাজারে দীপ প্রকাশনের বিমল কুমার সমগ্র ( অখন্ড) নিয়ে আলোচনার অন্ত নেই। মুদ্রিত মূল্য -৯০০ টাকা
কোন কোন উপন্যাস আছে দেখে নেওয়া যাক –

যকের ধন
মেঘদূতের মর্তে আগমন
ময়নামতীর মায়াকানন
আবার যখের ধন
অমাবস্যার রাত
হিমালয়ের ভয়ঙ্কর
সূর্যনগরীর গুপ্তধন
পিশাচ
অসম্ভবের দেশে
অপদেবতার দ্বীপ
গুহাবাসী বিভীষণ
নীলসায়রের অচিনপুরে
যে ছুরি কথা কয়
বনের ভিতরে নতুন ভয়
অদৃশ্যের কীর্তি
অগাধ জলের রুই-কাৎলা
ডালিয়ার অপমৃত্যু
সোনার পাহাড়ের যাত্রী
কুবেরপুরীর রহস্য
ড্রাগনের দুঃস্বপ্ন
নৃমুণ্ড-শিকারী
বাবা মুস্তাফার দাড়ি
অমৃত-দ্বীপ
জেরিনার কণ্ঠহার
যক্ষপতির রত্নপুরী
সুন্দরবনের রক্তপাগল
প্রশান্তের আগ্নেয়-দ্বীপ
সুলু সাগরের ভূতুড়ে দেশ
কুমারের বাঘা গোয়েন্দা
মান্ধাতার মুল্লুকে
সোনার পাহাড় (অসম্পূর্ণ)

বিংশ শতকের দ্বিতীয় দশকে ছোটোদের পত্রিকা ‘মৌচাকের পাতায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে লাগল ‘যখের ধন’। বাংলা কিশোর সাহিত্যে সেই প্রথম এল রহস্যঘন দুঃসাহসিক অভিযানের কাহিনি। বিপদ আর দুঃসাহসের সেই দ্বন্দ্বযুদ্ধের কাহিনি চুম্বকের মতো আকর্ষণ করল সব বয়সের পাঠকদের যার স্রষ্টা হেমেন্দ্রকুমার রায় (১৮৮৮-১৯৬৩)। যাঁর খ্যাতি মূলত শিশু সাহিত্যিক রূপে হলেও তাঁর প্রতিভার ক্ষেত্র ছিল বহুধাবিস্তৃত। সে যুগে বাংলা থিয়েটার ও গ্রামোফোন রেকর্ডে গাওয়া গানের প্রচলিত রীতি ও রুচির মোড় তিনি ঘুরিয়ে দিয়েছিলেন। চিত্রশিল্পী হওয়ার সুবাদে ‘বাংলা শিল্প’ ও ‘মঞ্চাভিনয়ের সমালোচনা সাহিত্যের অগ্রদূত, সেইসঙ্গে অজস্র গল্প, উপন্যাস, কবিতা, অনুবাদ, স্মৃতিচারণা ও প্রবন্ধের রূপকার ও সম্পাদনায় দক্ষতা। বিশেষত বাংলার শিশু-কিশোর সাহিত্যকে অ্যাডভেদের ও গোয়েন্দা কাহিনির স্বাদ পাইয়ে দেওয়ার জন্য তাঁর কৃতিত্ব অনস্বীকার্য। এ প্রসঙ্গে তাঁর অসামান্য দক্ষতা প্রতিভাত হয়েছে ঐতিহাসিক গল্প ও রচনায় এবং অনিবার্যভাবেই তাঁর কলমের ভৌতিক ও আতম্ভ কাহিনি আর এক রোমাঞ্চ পর্বের সূচনা করে। তার সৃষ্ট অভিযান কাহিনির নায়ক বিমল কুমার এবং অপরাধ কাহিনির নায়ক জয়ন্ত-মানিক প্রায় আট দশক ধরে পাঠকদের পরিচিতির বৃত্তে অবস্থান করেছে।

error: Content is protected !!