বিক্রম আর প্রজ্ঞানের ঘুম কি আর ভাঙবে?


প্রজ্ঞানকে নিয়ে বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছিল অগাস্টের তেইশ তারিখে। তারপর দু সপ্তাহ ধরে ছবি আর তথ্য সংগ্রহ করার পর ওদের চাঁদের রাতের জন্য ঘুম পাড়িয়ে দেওয়া । চাঁদের একটি দিন বা রাত আমাদের চোদ্দ দিনের সমান। গত শুক্রবার যখন চাঁদে সূর্যের আলো এলো তখন থেকে ইসরোর বৈজ্ঞানিকরা বিক্রম প্রজ্ঞানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু কোনও সিগনাল পান নি। তাঁরা এই পুরো চন্দ্রদিনটি ধরে চেষ্টা চালাবেন। চাঁদের প্রবল রাতের ঠান্ডায় থাকার পর বিক্রমের জেগে ওঠার সম্ভাবনা কম। দু দিন আগে ইসরো থেকে টুইট (এক্স) করে জানানো হয়, ল্যান্ডারের সাথে যোগাযোগ স্থাপন করা যায় নি। তারপর আর কোনও খবর নেই।

error: Content is protected !!